Posts

Showing posts from April, 2019

আল-রাজি অনলাইন হোমিও ক্লিনিক

আপনি কোন জাতীয় রোগের চিকিৎসা গ্রহণ করতে চান? হোমিওপ্যাথিতে রোগ প্রথমত: দুই প্রকারঃ ১। একিউট বা অচির বা তরুন রোগ ২। ক্রণিক বা চির বা পুরাতন রোগ সহজে বুঝতে হলে- * যে সমস্ত রোগ হঠাৎ উপস্থিত হয়, বেশ যন্ত্রণাদায়ক, দ্রুত শয্যাশায়ী হয়, দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় সেগুলি তরুন বা একিউট রোগ। * যে সমস্ত রোগ দীর্ঘদিন অর্থাৎ মাসের পর মাস এমনকি বছরের পর বছর থাকে, তেমন যন্ত্রণাদায়ক নয়- কিন্তু সহজে সারে না, একবার সারলেও আবার দেখা দেয় সেগুলি চির বা ক্রণিক রোগ। বিস্তারিত তরুন রোগঃ যে সমস্ত রোগ হঠাৎ উপস্থিত হয়, দ্রুত জীবনীশক্তির পরিবর্তন সাধন করে এবং অল্প সময়ের মধ্যেই হয় রোগীর জীবন নাশ করে- না হয় সমূলে নিজেই (রোগ) দূরীভূত হয় তাকে তরুন রোগ বলে। • এই সকল রোগের কোন স্থিতিশীলতা নেই। • এই রোগের ভোগকাল নির্দিষ্ট, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই রোগের বিকাশ ও পরিণতি ঘটে (নিরাময় অথবা মৃত্যু)। • ঔষধ ছাড়াও তরুন রোগ আরোগ্য হয়, তবে সময় কিছুটা বেশি লাগতে পারে। • ত রুন রোগের ভোগকাল অল্পদিন অর্থাৎ ২/১ দিন হতে সর্বোচ্চ ২/১ মাস পর্যন্ত হতে পারে। • ত রুন রোগের চিকিৎসার ক্ষ...