Alopathic Treatment Software
Alopathic Treatment Software
ভারত ও বাংলাদেশের অর্ধশতাধিক ডাক্তারের অনুরোধে এলোপ্যাথিক চিকিৎসা বিষয়ক সফটওয়ারের কাজে হাত দিলাম। ইতিমধ্যে আমার তৈরীকৃত হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ার ভারত ও বাংলাদেশে প্রায় এক হাজার (১০০০) কম্পিউটারে ব্যবহৃত হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ারটি এলোপ্যাথিক ডাক্তারদের নজরে আসায় তারা বিভিন্ন সময়ে আমাকে ফোন করে অনুরোধ করেছিলেন তাদের জন্য একটা সফটওয়ার করার ব্যাপারে। সম্প্রতি সিলেটের জনৈক ডাক্তার ভারত ও বাংলাদেশের প্রায় ৬০ জন ডাক্তারের সঙ্গে কনফারেন্স করে এলোপ্যাথি চিকিৎসা বিষয়ক সফটওয়ারের একটা রূপরেখা তৈরী করেন এবং সেগুলি আমাকে ইমেইল করেন। তাদের বার বার অনুরোধে আমি এ বছর (২০১৯) সেপ্টেম্বর মাসে এলোপ্যাথিক চিকিৎসা বিষয়ক সফটওয়ারের কাজে হাত দেই। ইতিমধ্যে সফটওয়ারটির মূল কাঠামো ডিজাইন করা হয়েছে এবং আজ তার ট্রায়াল সকলের মূল্যায়নের জন্য উন্মুক্ত করে দিলাম।
সফটওয়ারটির কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ:
১. এনাটমি পেজের মাধমে মানবদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল অঙ্গের নাম, অবস্থান ও ছবি দেখা যাবে।
২. এলোপ্যাথিক চিকিৎসা পেজের মাধ্যমে এই চিকিৎসার যাবতীয় নিয়মকানুন জানা যাবে।
৩. কেস টেকিং পদ্ধতি পেজের মাধ্যমে একজন রোগীর চিকিৎসা করার জন্য কিভাবে লক্ষণ সংগ্রহ করতে ও কোন কোন তথ্য জানতে হয় তার বিস্তারিত জানা যাবে।
৪. বিভিন্ন রিপোর্টের ব্যাখ্যা পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার প্যাথলজিকাল টেষ্ট ও অন্যান্য পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট কিভাবে ব্যাখ্যা করে রোগ নির্ণয় করা যায় তা জানা যাবে।
৫. কোন রোগে কোন ইনজেকশন কিভাবে ব্যবহার করতে হয় তা জানা যাবে।
৬. বিভিন্ন রোগের বিবরণ পেজের মাধ্যমে সকল রোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
৭. বিভিন্ন ঔষধের বিবরণ পেজের মাধ্যমে যে কোন ঔষধের বর্ণনা, তার উপাদান, ব্যবহারবিধি, মাত্রা, পার্শ-প্রতিক্রিয়া, সাবধানতা, জেনেরিক নাম, ব্যবসায়িক নাম প্রভৃতি তথ্য বিস্তারিত জানা যাবে।
৮. প্যাথলজিকাল রিপোর্ট থেকে রোগ নির্ণয় পেজের মাধ্যমে বিভিন্ন প্যাথলজিকাল রিপোটের ভ্যালু পরিবর্তন হলে কী রোগ হয় তা দেখা যাবে, সেই রোগের নামে ক্লিক করলে তার জন্য কী কী মেডিসিন আছে তা দেখা যাবে, উক্ত মেডিসিনে ক্লিক করলে তার দেশীয় ব্যবসায়িক নাম দেখা যাবে। এ থেকে সহজেই প্রেসক্রিপশন করা যাবে।
৯। কেস টেকিং করে ঔষধ নির্বাচন ও প্রেসক্রিপশন তৈরী পেজের মাধ্যমে সহজেই রোগীর সকল তথ্য সংরক্ষণ ও প্যাথলজিকাল রিপোর্ট থেকে প্রেসক্রিপশন তৈরী করা যাবে।
১০। এ ছাড়া এই সফটওয়ারের মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ক্ষেত্র ও নানা ধরণের চিকিৎসা বিষয়ক প্রবন্ধ পড়া যাবে।
সফটওয়ারের ডেমো ভার্সান ডাউনলোডের লিঙ্ক:
Windows XP ও Windows 7 এর জন্য:
http://hikmasoft.net/download/alopathy7.msi
http://hikmasoft.net/download/alopathy7.msi
Windows 8 ও Windows 10 এর জন্য:
http://hikmasoft.net/download/alopathy10.msi
http://hikmasoft.net/download/alopathy10.msi
সফটওয়ার সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন:
+8801717005140 নম্বরে (সকাল ৮ টা থেকে রাত ১০ টার মধ্যে)
+8801717005140 নম্বরে (সকাল ৮ টা থেকে রাত ১০ টার মধ্যে)
Comments
Post a Comment